[Ubuntu-BD] উবুন্টু বিষয়ে সাহায্য চাই

saiful islam jewelctg07 at gmail.com
Sun Dec 14 05:13:57 GMT 2008


হ্যালো সবাইকে। চট্টগ্রাম থেকে জুয়েল বলছি। আমি উবুন্টু লাইভ সিডি চালাতে পারছি
না। সরাসরি ইন্সটলও করতে পারছি না। প্রথমদিকে "unable to load the system
description tables loading, please wait" ম্যাসেজটা দেখায়। আর সবার শেষে
"failed to start the x server (you graphical interface). It is likely that
it is not set up correctly. would you like to view the x server output to
diagnose the problem?"

                                  yes/no

এখন কিভাবে আমি উবুন্টু ইন্সটল করব? দয়া করে জানানোর জন্য অনুরোধ করছি।


More information about the ubuntu-bd mailing list