[Ubuntu-BD] T-shirt
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Sun Dec 7 20:32:52 GMT 2008
আচ্ছা আমাদেরও এরকম করার *চিন্তাভাবনা* অনেকদিন ধরে আছে। তাহলে এবার পুরাপুরিই
করে ফেলি। কেউ আলাদা করলে খরচ বেশি পরবে। এরচেয়ে আসেন একসাথে করে বেশি পরিমানে
কিছু টিশার্ট বানাই।
আগামী ১৩-১৪ তারিখে নীলক্ষেত/ঢাকা কলেজ যাবার কথা টিশার্ট/পোস্টার/মগ প্রভৃতি
মার্কেন্ডাইজ বিষয়ে। কেউ চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন।
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
More information about the ubuntu-bd
mailing list