[Ubuntu-BD] T-shirt

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Sat Dec 6 22:31:44 GMT 2008


গাইড/টিউটোরিয়াল ১:
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌---------------------------
১। কিছু সময় বের করে নিন।
২। আশেপাশে খবর নিন নিটিং ফ্যাক্টরি কোথায় আছে।
৩। এইবার বিসমিল্লাহ বলে হেল্পার হিসেবে ঢুকে পড়ুন। আশা করা যায় ৬ মাসের মধ্যেই
টি‌‌-শার্টের কাপড় বোনা সম্পর্কে ধারণ পেয়ে যাবেন।
৪। এইবার নিটিং ফ্যাক্টরির চাকরি ছেড়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকুন।
এখানে আপনি শিখতে পারবেন কি করে টি-শার্ট সেলাই করতে হয়।
৫। সেলাই শেখা শেষ হলে এবার একটি ভাল প্রতিষ্ঠানে ডিজাইনিং এর উপর প্রশিক্ষণ
নিন।
৬। ডিজাইন শেখার পর  এবার একটি স্ক্রীনপ্রিন্টের দোকানে চাকরি করুন। এখানে কি
করে ডিজাইনমাফিক স্ক্রীন তৈরি করতে হয় সেটা থেকে শুরু করে কোন রং কি করে
গোলানোর পর কোন স্ক্রীনের উপর কি করে বোলাবেন তা হাতে কলমে শিখবেন।

সকল শেখা শেষ হলে রবার আপনি টি-শার্ট বানাবার জন্য প্রস্তুত।

এইবার প্রথমে কিছু মূলধন জোগাড় করুন। একটি নিটিং ফ্যাক্টরি খুলুন। নিটিং
ফ্যাক্টরিতে যথেষ্ট কাপড় তৈরি শেষ হলে নিটিং ফ্যাক্টরি বেচে দিয়ে একটি
গার্মেন্টস ফ্যাক্টরি কিনুন। এইবার এইখানে সেলাই করুন আপনার টি-শার্ট। টি-শার্ট
সেলাই ফিনিশ হলে গার্মেন্টস ফ্যাক্টরি বেচে দিয়ে স্ক্রীনপ্রিন্টের দোকান কিনুন।
যেহেতু নিজেই ডিজাইনের কাজ শিখেছেন সেহেতু ডিজাইনিং এ আপনার বিরাট সাশ্রয় হবে।
এইবার ডিজাইন মাফিক টি-শার্টের উপর ছাপ মারুন। ব্যস, তৈরি  হয়ে গেছে আপনার
পছন্দের টি-শার্ট। এবার আপনি আপনার স্ক্রীনপ্রিন্টের দোকানটি বেচে বৃন্দাবনের
দিকে যাত্রা শুরু করতে পারেন। আশাকরা যায় ওখানে পাওনাদার না জ্বালাতন করবে না।


গাইড/টিউটোরিয়াল ২:
‌‌‌-----------‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌---------------
১। বঙ্গবাজার থেকে টি-শার্ট কিনুন।
২। কাঁটাবন থেকে টি-শার্টের উপর ছাপ্পড় মারুন।
৩। এইবার টি-শার্ট বিলি করুন।


More information about the ubuntu-bd mailing list