[Ubuntu-BD] উবুন্টু বিষয়ে সাহায্য চাই
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Sat Dec 6 06:42:27 GMT 2008
আপনি যদি অন্য ডাইভের পরিবর্তে আবার C ড্রাইভেই ইন্সটলের চেষ্টা করেন তাহলে C
ড্রাইভের অন্য ডাটা মুছে যাবে। ঠিক যেমনটা উইন্ডোজে হয় সেইরকম। ভয় পাবার কিছু
নেই। উবুন্টু ইন্সটলের আগে যে ড্রাইভে ইন্সটল করবেন সে ড্রাইভটা পুরোপুরি খালি
করে নিলেই সমস্যা হবার সম্ভবনা ৯০% কমে যাবে।
On Sat, Dec 6, 2008 at 12:02 PM, 9el <lenin at phpxperts.net> wrote:
> আপনি যদি ম্যানুয়ালি পার্টিশন করে না দেন তবে তা হবে। দয়া করে পার্টিশন করার
> অংশটি উবুন্তু বাংলাদেশের সাইট থেকে দেখে নিন।
>
> -----------------------------------------------------------------------
> Use FreeOpenSourceSoftwares, Stop piracy, Let the developers live. Get
> a Free CD of Ubuntu mailed to your door without any cost. Visit :
> www.ubuntu.com
> ----------------------------------------------------------------------
>
>
> 2008/12/6 saiful islam <jewelctg07 at gmail.com>
>
> > হ্যালো! সবাই কেমন আছেন?
> >
> > আচ্ছা আমি একটা বিষয় জানতে চাচ্ছি। ইন্ট্রাপিড আইবেক্স সিডির কভারে লেখা আছে
> "
> > by default, installing ubuntu will erase all existing software and data
> > from
> > your computer". তার মানে কি উবুন্টু ইন্সটল করলে আগের সব ডাটাই মুছে যাবে?
> > নাকি শুধু c drive এর ডাটা মুছবে।
> >
> > আমি চাচ্ছি এখনই উবুন্টু ইন্সটল করতে।
> >
> > দয়া করে জানালে কৃতজ্ঞ থাকব।
> > --
> > Ubuntu Bangladesh mailing list
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
বাংলায় লিখুন, বাংলায় পড়ুন..
WRITE IN BANGLA, READ IN BANGLA, VISIT http://omicronlab.com
More information about the ubuntu-bd
mailing list