[Ubuntu-BD] [Fedora-Bangladesh] how about BLUA EID gathering??

Shahriar Tariq shahriar at linux.org.bd
Fri Dec 5 17:04:35 GMT 2008


>
> শাহরিয়ার ভাই থাকেন কই?
>
আমি থাকি বারিধারা ডিওএইচএস, নামতে হবে শেওরা বাজার (পাড়া নয়) এখানে কেবল ভলবো,
৩নং, ৩বি/১১ নং বাস থামে।
শাহবাগ যাওয়া কঠিন কিছু না। ফিরে আসাটা আসলে কঠিন।

আসেন আমরা সবাই একসাথে বসে ঠিক করি আমাদের কেথায় দেখা করা উচিত।

:)) :D
আসেন তাহলে কবে বসবেন সেটার দিনক্ষণ স্থান ঠিক করা হোক আগে :) :P

আমার অতীত অভিজ্ঞতা বলে, খোলা আকাশের তলের মিটিংগুলো সবই শেষ পর্যন্ত ব্যর্থ
> হয়। তবে যদি আবারো চেষ্টা করে দেখতে চান, দেখতে পারেন।
>
এছাড়া উপায় কি? কোন স্থানে (ঘরে) করতে হলে স্পন্সর করবে কে? :(
আর আমাদের কর্মকান্ড নিয়ে কথাবার্তা বলার উদ্দেশ্য তো আছে ঠিক, তারচেয়ে বেশি
গল্পগুজব করাই মূখ্য। ওখানে যে জরুরী কোন সিদ্ধান্ত নিয়ে ফেলা হবে সে সম্ভাবণা
কম (যদিও একেবারে উড়িয়ে দিচ্ছি না, কারও মাথায় কোন চিন্তা আছে সেরকম?)। আর যদি
জরুরী কোন সিদ্ধান্ত নিতেই হয় আরও কয়েকদিন বসা যাবে সমস্যা নেই কোন।

ভাই চিন্তা কি এমনি একদিন দেখা করে কিছু সময় অতিবাহিত করেন না :)

-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list