FileSystem অর্থাৎ / ডিরেক্টরির ভেতর যে সকল ফোল্ডার কোন কাজে ব্যবহৃত হয় বা কোন ফোল্ডারে কোন ধরনের ফাইল সংরক্ষন করা হয় তা জানতে চাচ্ছি। মোট কথা লিনাক্সে উক্ত ফোল্ডার গুলোর কোনটির কাজ কি তা জানতে চাচ্ছি bin,boot,dev,etc,lib,media,mnt,opt,proc,sbin,srv,sys,tmp,usr,var আলাদা আলাদা ভাবে জানান