[ Ubuntu-BD ] হার্ডি হ্যারন রিলিজ পার্টি সম্পর্কে কিছু কথা চিন্তা ভাবনা
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Wed Apr 30 17:24:14 BST 2008
আমরা কিছুদিন ধরেই আমাদের উবুন্টু বাংলাদেশ ও বিএলইউএ গ্রুপকে পুনরায় সক্রিয়
করার চেষ্টা করছিলাম
এরই পদক্ষেপ হিসেবে উবুন্টু বাংলাদেশ সাইটটিকে নতুন করে সাজানো হয়েছে। এখন কাজ
চলছে আমাদের বিএলইউএ ফোরামটিকে বাংলায় রূপান্তর করে নতুন করে সাজাবার জন্য
এই সেইদিনই উবুন্টু হার্ডি হ্যারন ৮.০৪ রিলিজ হলো। সারা বিশ্বে লক্ষ লক্ষ
ব্যবহারকারী উবুন্টু হার্ডি ডাউনলোড করে ব্যবহার করছেন। আমাদের বাংলাদেশী
উবুন্টু প্রেমিকরাও তার ব্যাতিক্রম নন। আমরা গত কয়েকদিনের ইমেইল দেখলেই বুঝতে
পারবো যে আমাদের বাংলাদেশে উবুন্টু ব্যবহারকারী ও প্রেমিকের সংখ্যা নগন্য নয়।
সবার আগ্রহ দেখে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে উবুন্টু বাংলাদেশ ও বিএলইউএ -র
যৌথ উদ্যোগে আমরা এবার প্রাতিষ্ঠানিকভাবে উবুন্টু হার্ডি রিলিজ কিছুটা দেরীতে
হলেও উদযাপন করতে যাচ্ছি।
প্রাথমিকভাবে আমাদের হার্ডি রিলিজ পার্টি কার্যক্রমের মধ্যে থাকবে ....
1. ওপেনসোর্স সফটওয়্যার নিয়ে কিছু আলোচনা, ওপেনসোর্স মতাদর্শ আসলে কি,
আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ওপেনসোর্স সফটওয়্যারের ভূমিকা কি ইত্যাদি
2. ওপেনসোর্স ও উবুন্টু নিয়ে কিছু কথা
3. উবুন্টু হার্ডির একটি উপস্থাপনা এবং আনুষ্ঠানিকভাবে উবুন্টু হার্ডি
রিলিজের যাত্রা বাংলাদেশে শুরু
4. বিনামূল্যে (অথবা সামান্য নূন্যতম মূল্যে) হার্ডি সিডি, ডিভিডি বিতরন
5. এরপর অংশগ্রহনকারীদের মত বিনিময়
6. সবশেষে ভবিষ্যতে আমাদের নতুন কি কর্মকান্ড থাকবে তা নিয়ে আলোচনা
এটি কেবল প্রাথমিক কার্যক্রমের নমুনা, আপনাদের মতামত নিয়েই এর পরিবর্তন করা
হবে। আর কেউ যদি আগ্রহী হন উক্ত অনুষ্ঠানে কোন বিষয় নিয়ে উপস্থাপনা দিতে তাহলে
তাদের স্বাগত জানাচ্ছি।
আপনাদের সকলের মূল্যবান মতামত আশা করছি।
হাসিন ভাই, রুবন ভাই, অমি ভাই, রাসেল ভাই ও সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাচ্ছি
আগ্রহ দেখাবার জন্য
ধন্যবাদান্তে
শাহরিয়ার তারিক
নোট: আমার বাংলায় কিছুটা ভুল ভ্রান্তি থাকতে পারে এজন্য আগেই দু:খ প্রকাশ করে
রাখছি। কিন্তু এরপরও আমি বাংলায় লিখি কারন বাংলা ভাষা কেবল আমার মুখের ভাষাই নয়
আমার প্রানের ভাষা।
--
Thanking you
Shahriar
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080430/913d3927/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list