[ Ubuntu-BD ] My personal experience of Hardy Heron

Hasin Hayder countdraculla at gmail.com
Wed Apr 30 05:43:55 BST 2008


Are apnader to jotil hall room Rubon bhai.

Trippert is open for arranging such types of events, but if there are 50 of
people, I am afraid we don't have such a big room.

Thanks again Roobon bhai.

On Wed, Apr 30, 2008 at 10:40 AM, রুবন <roobon at gmail.com> wrote:

>
>
> ---------- Forwarded message ----------
> From: রুবন <roobon at gmail.com>
> Date: Wed, Apr 30, 2008 at 10:34 AM
> Subject: Re: [ Ubuntu-BD ] My personal experience of Hardy Heron
> To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
> Cc: Omi <omiazad at gmail.com>, Russell John <russell at linux.org.bd>
>
>
> স্বাগতম হার্ডি হেরন।
>
> অমি ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি তাকে সহায়তা করতে পারবো কি না একটি হলরুম
> দেবার ব্যাপারে যেখানে হার্ডি হেরন আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে। আমি আনন্দের
> সাথে জানাচ্ছি যে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সাথী হতে পারলে নিজেকে ধন্য মনে
> করবো। আমাদের এখানে একটি হলরুম আছে তাতে সর্বোচ্চ ১৫০ জনের ব্যবস্থা করা যায়।
> রাসেল ভাই বলছিলেন ৫০ জনের মতো হবে। সেক্ষেত্রে সুন্দরভাবে আয়োজন করা সম্ভব
> হবে। আমাদের অফিস থেকে ৫০-৬০ টি চেয়ারের ব্যবস্থা করা যাবে।
>
> আমি কিছু ছবি তুলেছিলাম হলরুমের। কিছুদিন পূর্বে আমাদের প্রেসিডেন্ট এসেছিলেন
> সঙ্গে ডজনখানেক ইনভেষ্টর যারা হাঙ্গার প্রজেক্টকে সহায়তা করে থাকেন
> ব্যক্তিগতভাবে। তাদের সঙ্গে আমরা বসেছিলাম - সেরকম কিছু ছবি পাঠাচ্ছি। আর ফাঁকা
> হলরুমের কিছু ছবি তুলে আনলাম এইমাত্র।
>
> আগামী শুক্রবার ৯ তারিখের কথা বলেছিলেন রাসেল ভাই। কিন্তু বন্ধের দিন একটু
> সমস্যা অনুভব করছি। ১০-১১ তারিখে আমাদের স্টাফ মিটিং, হলরুম ব্যস্ত থাকবে।  ১২
> থেকে ১৫ তারিখের মধে যেকোন দিন আয়োজন করা যেতে পারে।  আশা করি দ্রুত সিদ্ধান্ত
> নিবেন। বুকিং দিয়ে রাখতে হবে।
>
> হাসিন ভাই গতরাতে বলছিলেন তিনি অনুষ্ঠানটি ট্রিপার্টে আয়োজনে আগ্রহী। গুলশান,
> ট্রিপার্ট, হাসিন ভাই সবই সুন্দর। যদি ট্রিপার্টে ভালো হয় তবে কেন নয়। আমার এ
> ব্যাপারে আপত্তি থাকার কথা নয়।
>
> হার্ডি হ্যারন দীর্ঘজীবি হোক।
>
> নোট:  এটাচড ছবি মেইলিং লিষ্টে যাবে কি তাই অমি ভাই এবং রাসেল ভাইকে আলাদা
> করে সিসি দিলাম।
>
> -----------------------------------------------------------------------------------------------------------------
> Syed Ziaul Habib (Roobon), Program Officer
> The Hunger Project-Bangladesh,
> Volunteer Web Programmer of Shujan.org
> Team member and contributor of Biggani.org,
> Contributor photographer of photoshare.org
> Technology writer of jaijaidin.com
> Blog: http://roobon.wordpress.com
>



-- 
Regards
Hasin Hayder
Trippert Inc. [http://www.trippert.com]
Gophernow. [http://www.gophernow.com]
Homepage: http://hasin.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080430/fc6efb9a/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list