[ Ubuntu-BD ] রিলিজ হলো উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন)

Abdur Rahim Khandker karahim at gmail.com
Fri Apr 25 02:42:03 BST 2008


আমি এই রিলিযের একটা DVD কিনতে চাই। আজই !!! কোথায় পাব ? কত দাম?

আব্দুর রহিম


On 4/24/08, Russell John <russell at linux.org.bd> wrote:
>
> আজ এপ্রিল ২৪, ২০০৮ সাল, (১১ই বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ) উবুন্টু লিনাক্স
> ডিস্ট্রিবিউশনের অষ্টম সংস্করন উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন) রিলিজ করেছে
> ক্যানোনিক্যাল লিমিটেড। এই রিলিজটি উবুন্টু ৬.০৬ (ড্যাপার ড্রেক) এর পর
> দ্বিতীয় এলটিএস (লং টার্মস্ সাপোর্ট) ভার্সন হিসেবে রিলিজ হয়েছে। এলটিএস
> ভার্সনের সুবিধা হচ্ছে ক্যানোনিক্যাল উক্ত ভার্সনটি ডেস্কটপ এডিশনে মুক্ত
> হবার দিন থেকে ৩ বছর ও সার্ভার এডিশনে মুক্ত হবার পর ৫ বছর পর্যন্ত
> সয়ংক্রিয় আপডেট ও অন্যান্য সাহায্য ও সহযোগিতা দিবে।
>
>
> ডেস্কটপ:
>
> উবুন্টু ৮.০৪ এলটিএস ডেস্কটপ ভার্সন রিলিজ হয়েছে।
>
> এই নতুন রিলিজে সর্বশেষ স্টেবল এ্যাপ্লিকেশনের সাথে দীর্ঘমেয়াদী সাপোর্ট
> যুক্ত হয়েছে।
>
> উবুন্টু ৮.০৪ এলটিএস ভার্সন সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহকারী,
> প্রস্তুতকারক এবং ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম নিয়ে
> আসবে। ডেস্কটপ ভার্সনে তিন বছরের সাপোর্ট ও মেইনটেনেন্স সুবিধা থাকায়
> ৮.০৪ বড় পরিসরে ব্যবহারের জন্য উপযোগী। উবুন্টুর জন্য প্রস্তুতকৃত
> ক্রমবর্ধমান বিপুল সংখ্যক বিনামূল্যের ও সেই সাথে বানিজ্যিক
> সফটওয়্যারসমূহ ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য উবুন্টু ব্যবহার বৈচিত্রময়
> করে তুলবে।
>
> উবুন্টু হার্ডি হ্যারন উবুন্টুর অষ্টম ডেস্কটপ সংস্করণ। ক্যানোনিক্যাল
> লিমিটেড নিয়মিতভাবে প্রতি ছয় মাস পর পর উবুন্টুর নতুন সংস্করন রিলিজ
> করছে, যেটি একটি বানিজ্যিক অপারেটিং সিস্টেম হলেও সম্পূর্ন বিনামূল্যে
> নিরাপদ, নির্ভরযোগ্য, পরিপূর্ণ সাপোর্ট সম্বলিত অপারেটিং সিস্টেম এবং
> উবুন্টুর মূল বৈশিষ্ট এটি সবসময়ই অনন্য।
>
>
> * সর্বশেষ ও সর্বোন্নত সফটওয়্যারের সমাহার *
>
> উবুন্টু ৮.০৪ এলটিএস লিনাক্স ডেস্কটপের অভিজ্ঞতা আরও উন্নত করে। হার্ডি
> রিলিজে গুরুত্বপূর্ন বিভিন্ন সফটওয়্যারের সর্বশেষ নির্ভরযোগ্য সংস্করণ
> অন্তুর্ভুক্ত করা হয়েছে।
>
> উবুন্টু হার্ডি রিলিজই হচ্ছে সর্বপ্রথম লিনাক্স ডিস্ট্রো যেটি ফায়ারফক্স
> ৩ লক্ষাধিক ব্যবহারকারীর দোরগোড়ায় পৌছে দিচ্ছে। লিনাক্স ও ফায়ারফক্সের এই
> সংমিশ্রন উবুন্টু ৮.০৪-কে একটি চমৎকার ওয়েব ডেস্কটপে রূপান্তর করে।
> ফায়ারফক্স ৩ দ্রুততম ওয়েব ব্রাউজিং -এর অভিজ্ঞতার পাশাপাশি ভাইরাস,
> ইন্টারনেট জালিয়াতিসহ স্পাইওয়্যারের সামনে সিস্টেমকে অনাবৃত করার প্রবণতা
> কমিয়ে দেয়। মজিলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জন লিলি বলেন,
> "লক্ষাধিক ব্যবহারকারী উবুন্টুর মাধ্যমে যে ফায়ারফক্স ৩ ব্যবহারের প্রথম
> সুযোগ পাবে এই জন্য মোজিলা ফাউন্ডেশনের আমরা সবাই খুবই সন্তুষ্ট। উবুন্টু
> ও ফায়ারফক্স এটাই দেখায় যে মুক্ত সোর্সের প্রযুক্তি কেবল একে অন্যের সাথে
> ভালো কাজ করেই না, স্বত্বাধিকারীভুক্ত সফটওয়্যারের বিকল্প হিসেবে অনেক
> ভালো সমাধান হতে পারে।"
>
> উন্নততর ছবি অভিজ্ঞতা: উবুন্টু হার্ডিতে ডিফল্ট ছবি প্রদর্শক সফটওয়্যার
> হিসাবে থাকছে জনপ্রিয় ছবি প্রদর্শন ও ম্যানেজমেন্ট সফটওয়্যার এফ-স্পট।
> এতে রয়েছে উন্নত ক্যামেরা এবং মোবাইল ফোন শনাক্তকরণ পদ্ধতি, যার ফলে আপনি
> খুব সহজেই ক্যামেরা এবং মোবাইল ফোন থেকে ছবি সংগ্রহ করে সেগুলোতে ট্যাগ
> লাগাতে পারবেন। সহজেই সাজিয়ে নিয়ে দেখতে, প্রিন্ট করতে এবং মুছে ফেলতে
> পারবেন আপনার সংগ্রহের ছবিসমূহ। এফ-স্পটের দ্বারা আপনার ছবি অভিজ্ঞতা হবে
> আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যময়।
>
> মিউজিক শেয়ারিং এবং ডাউনলোড: ব্যবহারকারীরা পিএসপি(প্লে স্টেশন
> পোর্টেবল), আইপড ও অন্যান্য মিউজিক প্লেয়ারে গান আদান করতে পারবেন।
> ম্যাগনাটিউন অনলাইন মিউজিক স্টোর থেকে কিন‍তে পারবেন গান। সরাসরি
> সম্প্রচার করতে পারবেন অনলাইন রেডিও এবং আগের চেয়ে অনেক বেশি ডিভাইস
> সংযুক্ত করতে পারবেন ইউনিভার্সাল প্লাগ এন্ড প্লে বা সংক্ষেপে ইউপিএনপি
> প্রযুক্তির সাহায্যে।
>
> উন্নততর চলচিত্র: উবুন্টুর নতুন ডিফল্ট মিডিয়া প্লেয়ারের সাহায্যে ইউটিউব
> সহ অন্যান্য জনপ্রিয় সাইট থেকে সরাসরি স্ট্রিম করে ভিডিও দেখতে পারবেন
> এবং অনলাইনে অন্যান্যদের সাথে শেয়ার করতে পারবেন ভিডিও। এটি জনপ্রিয় ওপেন
> সোর্স মিথটিভিকে সমর্থন করে, ফলে আপনি আপনার প্রিয় টিভি শো দেখতে পারবেন
> উবুন্টু ডেস্কটপ থেকেই। ব্রাসেরো সিডি বার্নারের সাহায্যে সহজেই লিখতে
> পারবেন যেকোন ধরণের সিডি বা ডিভিডি।
>
> কর্মক্ষমতা বৃদ্ধি: ইন্টেগ্রেটেড ঘড়ি এবং ক্যালেন্ডার এর সাহায্যে মাত্র
> একটি ক্লিকের মাধ্যমে বিশ্বের যেকোন জায়গার সময় এবং তারিখ নির্বাচন করা
> সম্ভব। এছাড়াও এর সাহায্যে বিভিন্ন এপয়েনমেন্ট সম্পর্কে সতর্কতামূলক
> বার্তা পাওয়া যায়।
>
> সাবলীল ডেস্কটপ: উবুন্টু ৮.০৪ এলটিএস রিলিজ সর্বশেষ নোম এ্যাপ্লিকেশনের
> সাথে দৃষ্টিনন্দন ভিজুয়্যাল ইফেক্টের সমন্বয় ঘটিয়েছে, যার ফলে এটি হবে
> আরও মসৃণ, সুদর্শন এবং প্রদান করবে আরও সহজ এবং স্বয়ংসম্পূর্ণ অভিজ্ঞতা।
>
>
> *সেবার মান এবং পরিসর*
>
> দীর্ঘতর সাপোর্ট: উবুন্টু ৮.০৪ এলটিএস কে ৩ বছর পর্যন্ত এর সিকিউরিটি
> আপডেট এবং রক্ষণাবেক্ষণসহ সাপোর্ট দেয়া হবে, ফলে কর্পোরেট এবং স্বতন্ত্র
> ব্যবহারকারীরা দীর্ঘতর আপডেট পরিকল্পনা চক্র পাবেন। যারা এ সময়ের সেরা
> এবং সর্বশেষ এ্যাপ্লিকেশন পেতে চান তারা অক্টোবর ২০০৮ এ উবুন্টুর ৮.১০
> ভার্সনে আপডেট করে নিতে পারেন। আর যারা দীর্ঘসময় ধরে সাপোর্ট পেতে চান
> তারা পরবর্তী এলটিএস রিলিজ পর্যন্ত উবুন্টু ৮.০৪ এলটিএস রিলিজে থেকে যেতে
> পারেন।
>
> অধিক পরিমাণ এ্যাপ্লিকেশন: ৩০ টিরও বেশি জনপ্রিয় কমার্সিয়াল সফটওয়্যার
> নির্মাতা প্রতিষ্ঠান উবুন্টুর ৮.০৪ এলটিএস সংস্করণে তাদের এ্যাপ্লিকেশনের
> সাপোর্ট দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এডোবি, গুগল,
> রিয়াল নেটওয়ার্কস, নিরো, স্কাইপ, কোরেল, প্যারালালেলস, ফ্লুনেডো ইত্যাদি
> উল্লেখযোগ্য।
>
> ব্যবহারে অধিক সুবিধাপূর্ণ: মাউস গেসচার সাপোর্ট ব্যবহারকারীকে আরো
> প্রাকৃতিকভাবে উবুন্টু ব্যবহারের আনন্দ এনে দেবে। এছাড়াও এতে যুক্ত করা
> হয়েছে কন্ঠ নির্দেশিকার জন্য অধিক ভাষার সমর্থন, ধীর কী-সমূহ, জুম সুবিধা
> এবং আরও অনেক কিছু।
>
> * দরদাম এবং সহজলভ্যতা *
>
> উবুন্টু ৮.০৪ ডেস্কটপ সংস্করণ সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন
> এই লিঙ্ক থেকে: http://www.ubuntu.com/download
>
>
>
> Here's the original press relase from Canonical:
>
> The Ubuntu team is pleased to announce Ubuntu 8.04 LTS (Long-Term Support)
> on desktop and server, continuing Ubuntu's tradition of integrating the
> latest and greatest open source technologies into a high-quality,
> easy-to-use Linux distribution.
>
> Read more about the features of Ubuntu 8.04 LTS in the following press
> releases:
>
> Desktop edition    http://www.ubuntu.com/news/ubuntu-8.04-lts-desktop
> Server edition     http://www.ubuntu.com/news/ubuntu-8.04-lts-server
>
> Ubuntu 8.04 LTS will be maintained and supported for three years on the
> desktop and five years on the server.
>
> Ubuntu 8.04 LTS is also the basis for the new 8.04 release of Kubuntu:
>
> http://kubuntu.org/news/8.04-release
>
> 8.04 brings a restructuring of Edubuntu as the Ubuntu Education Edition.
> The education desktop and application bundle now installs as an add-on to a
> standard Ubuntu desktop.
>
> http://www.edubuntu.org/news/8.04-release
>
> The Ubuntu 8.04 family of variants, Xubuntu, UbuntuStudio, and Mythbuntu,
> are also released today:
>
> http://www.xubuntu.org/news/hardy/release
> http://ubuntustudio.org/
> http://www.mythbuntu.org/
>
>
> To Get Ubuntu 8.04 LTS
> ----------------------
>
> To download Ubuntu 8.04 LTS, or obtain CDs, visit:
>
> http://www.ubuntu.com/getubuntu
>
> Users of Ubuntu 7.10 will be offered an automatic upgrade to 8.04 via
> Update Manager.  As always, upgrades to the latest version of Ubuntu are
> entirely free of charge.  For further information about upgrading, see
>
> http://www.ubuntu.com/getubuntu/upgrading
>
> Users of Ubuntu 6.06 LTS may wish to wait for the first point release
> of 8.04 LTS, due in July 2008, before upgrading.
>
> We recommend that all users read the release notes, which document
> caveats and workarounds for known issues.  They are available at:
>
> http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804
>
> Find out what's new in this release with a graphical overview:
>
> http://www.ubuntu.com/getubuntu/releasenotes/804overview
>
> If you have a question, or if you think you may have found a bug but
> aren't sure, try asking on the #ubuntu IRC channel, on the Ubuntu Users
> mailing list, or on the Ubuntu forums:
>
> #ubuntu on irc.freenode.net
> http://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-users
> http://www.ubuntuforums.org/
>
> Helping Shape Ubuntu
> --------------------
>
> If you would like to help shape Ubuntu, take a look at the list of ways
> you can participate at
>
> http://www.ubuntu.com/community/participate/
>
> About Ubuntu
> ------------
>
> Ubuntu is a full-featured Linux distribution for desktops, laptops, and
> servers, with a fast and easy installation and regular releases.  A
> tightly-integrated selection of excellent applications is included, and
> an incredible variety of add-on software is just a few clicks away.
>
> Professional technical support is available from Canonical Limited and
> hundreds of other companies around the world.  For more information about
> support, visit http://www.ubuntu.com/support
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080425/3d4e5907/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list