[ Ubuntu-BD ] Ittefaq - opensource opensource and anitvista :) article
Nasimul Haque
nasim.haque at gmail.com
Wed May 16 13:05:09 BST 2007
অামি বলতে চাচ্ছিলাম, এ ধরণের কপি-পেষ্ট মার্কা খবর দেয়া ঠিক না। কারণ,
এখানে যেসব কারণগুলো বলা হয়েছে সেগুলো খুবই হাস্যকর। OSNews এ মূল
প্রবন্ধটাকে নিয়ে অনেক রঙ্গ তামাশা করা হয়েছিল।
১। যারা গেমার, তারা ভালোই খোঁজ রাখে কোন গেম কোথায় চলে।
২। বেশী দাম: এ অার নতুন কি? কেউ তো অার XP কিনে চালায় না।
৩। চয়েস। অাপনি ফেডোরা না রেডহ্যাট ব্যবহার করবেন, ফেইস্তি না ড্যাপার
ব্যবহার করবেন মানে ফ্রি চালাবেন না সাপোর্ট চাইবেন। দামের তারতম্য
থাকবেই।
৪। অামার সবচেয়ে বড় অবজেকশন। উবুন্তুর সর্বনিম্ন চাহিদা ২৫৬ মেবা RAM। যে
কারণে অামার পরিচিত কাউকে এটা ব্যবহার করতে বলতে পারি না। কারণ, অামার
পরিচিতরা পুরনো সিস্টেম ব্যবহার করে। অার যদি কম্পিজ ব্যবহার করতে চায়,
তাহলে মিনিমাম চাহিদা কত? কম্পিউটার জগৎ দ্রুত পরিবর্তনশীল। তাই
হার্ডওয়্যার অাপগ্রেডেশন কোন যুক্তি হলো না।
৫। ভালো যুক্তি। তবে শীঘ্রই সমাধান হবে অথবা হয়ে গেছে।
৬। কম্প্যাটিবিলিটি শীঘ্রই সমাধান হবে। কারণ ও,ই,এম।
৭। ভাইরাস নিয়ে কে পরোয়া করে? তাহলে তো সবাই লিনাক্স বা ম্যাক বা সোলারিস চালাত :P
৮। সবচেয়ে ভালো যুক্তি। এ ব্যাপারে অামার একটা প্রিয় ম্যাক এ্যড
http://www.apple.com/getamac/ads/ এ security দেখুন।
৯। এটাই বড় কারণ, অামি এখন লিনাক্সে।
১০। জীবনে কখনও পড়িনি ওসব ছাঁইপাশ :P
যাইহোক, বিষ্ঠার ধারে কাছে যাওয়ার কোন ইচ্ছে অামার নাই। অাইক্যান্ডি
চাইলে বেরিল তো অাছেই। পুরনো কম্পিউটারে e17. অামার পয়েন্ট ছিলো, একটু
গবেষণা করে তারপর লেখা উচিৎ। blua নিয়ে অামার কোন কথা ছিলো না।
---
নাসিম
On 5/15/07, DarkLord (:= <animator at ranksitt.com> wrote:
> ভাই কি খারাপ বললাম , আর *Nasimul Haque সাহেব যেটা বলেছেন সেটা হল "১০
> কারনে ভিসটাকে oops বিষ্টাকে না বলুন" লেখাটি সম্পর্কে
>
> এজাতীয় লেখা ইন্টারনেটে অনেকবার এসেছে। দুএকটা পত্রিকাতেও দেখেছি। আর ভিসতা
> না ব্যবহার করার কারনের কি শেষ আছে :)
>
> চালাক ব্যাক্তি / চালাক বাঙ্গালী ভিসটা ব্যবহার করবেনা , প্রয়োজনে এক্সপিতেই
> সন্তুষ্ট থাকবে। মজার ব্যাপার হচ্ছে ভিস্তা এ্যারো ফ্যারো ঢুকিয়ে
> আর সিস্টেম/হার্ডওয়্যার আপগ্রেডের যে ঝামেলা জুড়ে দিয়েছে তাতে নিজেদের ১০ সিড়ি
> নামিয়ে লিনাক্স বিশেষত উবুন্টুকে ১৫ সিড়ি ওপরে উঠিয়ে দিয়েছে। ফলাফল ডেল আর
> উবুন্টুর ব্যাপারটা তো অনেকেই জানেন।
> আর এসব ৩ডি এনিমেশন চোখের ক্ষুদা মেটায় কাজের ক্ষুদা নয়।
>
>
> আর আমার এই থ্রেডের প্রসঙ্গটা নিয়ে:
>
> আমরা অবশ্যই স্বাগত জানাই যে দেশের স্বনামধন্য একটি পত্রিকায় ওপেনসোর্স নিয়ে
> লেখা হয়েছে বড় করে এবং ড. মুহম্মদ জাফর ইকবালের এ বিষয়ে মতামত দেয়া হয়েছে।
>
> "*blua না লিখলে কি কোন লেখা ভাল হবে না?*"
> *
> তাতো বলিনি ভাই । আমি নিজে পত্রিকার ওপেনসোর্স বিষয়ক লেখালেখি গুলো সংগ্রহ করে
> রাখি আমার প্রয়োজনে। এখন পর্যন্ত অনেক লেখা দেখেছি তবে কোনটিতে blua সম্পর্কে
> কিছূ দেখিনি । মাঝে মধ্যে রাসেল ভাইএরা যেসব ওয়ার্কশপ করেন সেগুলো দেখি
> কম্পিউটার কর্নারে। তবে এধরনের ফিচার আর্টিকেলে বিএলইউএ'র ছাড়া আর সব লিনাক্স
> অর্গানাইজেশনের নাম দেখি । সেটা আমাকে আশ্চর্য করেছিল। হয়তো এর কারন লেখকের
> অজ্ঞতা হতে পারে। বিডিওএসএন তো মনেহয় বিএলইউএ সম্পর্কে জানে। ওপেনসোর্স নিয়ে বা
> বাংলাদেশের ওপেনসোর্স নিয়ে লেখালেখির ক্ষেত্রে এসব লেখকদের বিডিওএসএন এর মত
> সংগঠনের সাথে যোগাযোগ রাখা উচিৎ । যাতে এরকম কোন সেচ্ছাসেবী ওপেনসোর্স
> সংগঠনের নাম মিস না হয়ে যায় । যারা নিজেদর মূল্যবান সময় ওপেনসোর্স এর জন্য ,
> দেশের ওপেনসোর্সের প্রসারের জন্য কাজ করে যাচ্ছে তাদের নাম অন্তত আসা উচিৎ।
>
> এই বলার ছিল
>
> ধণ্যবাদ
>
>
>
>
> Khandakar Mujahidul Islam wrote:
> > ভাই একটা পত্রিকা লিনাক্স নিয়ে লিখলো। উৎসাহ না দিয়ে উল্টো খারাপ বলে
> > যাচ্ছেন। এই ধরনের কথা কি লিনাক্স কে খুব সাহায্য করবে? blua না লিখলে কি কোন
> > লেখা ভাল হবে না?
> >
> > সুজন
> >
> > On 5/15/07, *Nasimul Haque* wrote:
> >
> > এই এন্টি ভিস্তা প্রবন্ধটা ভালো হয়নি। খুবই পুরনো তথ্য নিয়ে করা,
> > ইন্টারনেট থেকে কপি-পেষ্ট করলে যা হয় অারকি। এই ধরণের প্রবন্ধ লিনাক্সকে
> > কোন সাহায্য করবে না।
> >
> > On 5/15/07, Russell John wrote:
> > > Maybe it's time to assign someone as the Media Relations Manager.
> > > Anyone with experience of Public Relations wants to volunteer in?
> > >
> > > Thanks for sharing the link :)
> > >
> > > - Russell
> > >
> > > On 5/15/07, animator at ranksitt.com <mailto:animator at ranksitt.com>
> > <animator at ranksitt.com <mailto:animator at ranksitt.com>> wrote:
> > >
> > > > http://ittefaq.com/get.php?d=07/05/14/w/a_txztz
> > > >
> > > > if can't see bangla properly then visit -
> > > >
> > > > http://www.esnips.com/web/DownloaddarklordsStuff
> > > >
> > > > i just uploaded screenshot ( ittefaq tech 14.05.07.jpg ) of
> > that page
> > > >
> > > > Forum discussion :
> > > >
> > > >
> > http://forum.linux.org.bd/viewtopic.php?t=467&start=0&postdays=0&postorder=asc&highlight=&sid=9da36002f8eb008a4c2c78844b16a100
> > <http://forum.linux.org.bd/viewtopic.php?t=467&start=0&postdays=0&postorder=asc&highlight=&sid=9da36002f8eb008a4c2c78844b16a100>
> > > >
> > > >
> > > > Akta jinish daksen BLUA( Bangladesh Linux User Alliance) er
> > nam gondho o
> > > > nai !!!
> > > >
> > > > sudhu aita na ami er ageo arokom article deksi , amar kase
> > paper cutting o
> > > > ase , sekhaneo blua nai.
> > > >
> > > > BLUA NAME je ekta Linux Orginazation / group ase seta ke manus
> > janbe na ???
> > > >
> > > > Ankur, Bios , Bdosn sob ase kintu blua nai.
> > > >
> > > >
> > > > russell vi mone hoi RoyalBangleLinux release er por e manus
> > jante parbe je
> > > > Blua name ekta organization ase.
> > > >
> > > > apnara je workshop koren sudhu matro sagulo kokhono kokhono
> > peper er
> > > > computer corner e dekte pai !!
> > > >
> > > > --
> > > > This message has been scanned for viruses and
> > > > dangerous content by MailScanner, and is
> > > > believed to be clean.
> > > >
> > > >
> > > > --
> > > > ubuntu-bd mailing list
> > > > ubuntu-bd at lists.ubuntu.com <mailto:ubuntu-bd at lists.ubuntu.com>
> > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > > >
> > >
> > > --
> > > ubuntu-bd mailing list
> > > ubuntu-bd at lists.ubuntu.com <mailto:ubuntu-bd at lists.ubuntu.com>
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> > --
> > M. Nasimul Haque, M.Sc.(SUST)
> > PhD student
> > Wessex Institute of Technology
> > Southampton, UK
> > --
> > ubuntu-bd mailing list
> > ubuntu-bd at lists.ubuntu.com <mailto:ubuntu-bd at lists.ubuntu.com>
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
> >
> > --
> > This message has been scanned for viruses and
> > dangerous content by *MailScanner* <http://www.mailscanner.info/>, and is
> > believed to be clean.
>
>
> --
> Ishtiaque Ahmed (Foisal)
>
> Blog : http://foisal.wordpress.com
> My pageflakes : http://www.pageflakes.com/darklord.ashx
>
> My youtube : http://www.youtube.com/medarklord
>
>
> --
> This message has been scanned for viruses and
> dangerous content by MailScanner, and is
> believed to be clean.
>
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list