[ Ubuntu-BD ] উফ জিতেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সুপার এইটে যাবার সূবর্ণ সুযোগ হুররে

DarkLord (:= animator at ranksitt.com
Fri Mar 23 22:01:16 GMT 2007


উফ পুরো বাংলাদেশীদের চোখ ছিল আজকের খেলার দিকে.....

কারন আজকের শ্রীলংকার জয়ের মধ্যেই ছিল বাংলা দেশের সুপার এইটে ওঠার সম্ভাবনা।

হয়েছেও তাই . এখন শুধু রয়েল বেঙ্গল টাইগারদের বারমুডাকে হারানো বাকি।

উফ আনন্দটা এখুনি শেয়ার না করে পারলাম না

আশা করি বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটির  মত ২৫ তারিখে আবারো হূংকার দেবে তারা এবং
সুপার এইটের পথ সুনিশ্চিত করবে।

যদিও শ্রীলঙ্কার জয়ের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম তবে
দূঃখিত ইন্ডিয়ার জন্য
বলবোনা তারা খারাপ খেলেছে তবে শ্রীলঙ্কার রান কে চেজ করতে পারতো তবে উইকেট
গুলো তাড়াতাড়ি পড়ে যাওয়ায় আর রানরেট পার ওভার
6  , 7  থেকে উঠতে উঠতে 8 , 9 এ যাবার পর বুঝলাম তাদের জেতার সম্বাবনা খুব কম।

দারুন খেলেছে শ্রীলঙ্কান রা তারা ব্যাটিং বোলিং ফ্লিডিং প্রতিটা ডিপার্টমেন্টে
দক্ষ,শার্প

বাংলাদেশের পরে আমি শ্রীলঙ্কার ভক্ত

আজ দর্শক সারিতে দেখলাম আমাদের প্রিয় ডেভ.হোয়াটমোর আঙ্কেলকে,সঙ্গে মাশরাফি
আশরাফুলদেরও।
টিভি কার্ড দিয়ে দেখছিলাম তাই ছবি ক্যাপচার করে নিলাম :)

Ishtiaque Ahmed (Foisal)

http://foisal.wordpress.com
My pageflakes :
http://www.pageflakes.com/darklord.ashx



-- 
This message has been scanned for viruses and
dangerous content by MailScanner, and is
believed to be clean.

-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: Whatmor.jpg
Type: image/jpeg
Size: 70865 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20070324/257cb353/attachment-0001.jpg 


More information about the ubuntu-bd mailing list