[ Ubuntu-BD ] Bangladesh Jindabad!
DarkLord (:=
animator at ranksitt.com
Wed Mar 21 00:19:36 GMT 2007
আচ্ছা ভাই ইন্ডিয়ার ভালো কোন বাংলা নিউজপেপারের ওয়েব লিন্ক আছে আপনার কাছে ?
আনন্দবাজারের নাম শুনেছিলাম বেশকিছু ইন্ডিয়ান বাংলা নিউজপেপারের ওয়েব লিন্ক দিলে ভালো হত।
দেখতাম বাংলাদেশের খেলা নিয়ে তারা কি লিখছে :)
---------------------------
Ishtiaque Ahmed (Foisal)
http://foisal.wordpress.com
My pageflakes :
http://www.pageflakes.com/darklord.ashx
Linux Lover wrote:
> বাংলাদেশ যোগ্য দল হিসাবেই জিতেছে। একজন ভারতীয় হিসাবে আমার মন খারাপ
> ঠিকই, তবুও বাংলাদেশের গতকালের লড়াই এককথায় অসাধারণ। ব্যাটিং, বোলিং,
> ফিল্ডিং ও মনস্তত্ব - এই চারটি বিভাগেই গতকাল বাংলাদেশ ভারতকে টেক্কা দিয়েছে।
> তোমাদের জন্য শুভেচ্ছা রইল, কিন্তু জেনে রাখো, আমরাও ফিরে আসবো।
> শুভেচ্ছাসহ
> অনিন্দ্য
>
> On 3/18/07, * Syed Ziaul Habib* <roobon at gmail.com
> <mailto:roobon at gmail.com>> wrote:
>
> আহা! কি মজার খেলা।
>
> অনেক দিন পর শান্তি পাইলাম। প্রথমে তো বিশ্বাসই হইতেছিলো না। সবকিছুই
> উল্টাইয়া গেছে। ভারতের জায়গায় বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় ভারত।
> ১৫৯ রানেই ৯ উইকেট। এরপর কেন যে শেষ হইতেছিলো না, কি যে অস্থির
> লাগছিলো। ১৯১ রান, সেটাও বিশাল কিছু না। তামিম ইকবালের খেলা তো আমার
> হৃদকম্পন থামায়ে দিচ্ছিল। সে কি মাইর। ধুন্ধুমার পিটানি। ভারতকে কত অসহায়
> লাগছিলো। বাঘের বাচ্চার মতোই অর্ধশত করেছে তামিম। পুরো খেলাতেই ভারত
> ছিলো অসহায় । তিনজন টিনএজ পোলাপানের (১৭,১৮,১৯) কাছে এমন ধরা খাবে
> স্বপ্নেও ভাবেনি। তবে রান এতো ধীরে নেওয়ায় টেনশনে তো আমাদের মরে
> যাওয়ার দশা।
>
> পুরো মাত্রায় প্রফেশনাল খেলা খেলেছে তারা। কি টেমপারামেন্ট, কি বোলিং, কি
> ফিল্ডিং, কি ব্যাটিং, সব সেকশনেই তারা অসাধারণ খেলা খেলেছে। এইভাবে
> চলতে থাকলে তো শ্রীলঙ্কার বিরুদ্ধেও জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী
> রাউন্ডে যাবে। কোন সন্দেহ নেই।
>
> আহা! কি মজা! বাংলাদেশ! বাংলাদেশ!!!
>
> রুবন
>
--
This message has been scanned for viruses and
dangerous content by MailScanner, and is
believed to be clean.
More information about the ubuntu-bd
mailing list