[ Ubuntu-BD ] Bangladesh Jindabad!

Syed Ziaul Habib roobon at gmail.com
Sun Mar 18 06:58:17 GMT 2007


আহা! কি মজার খেলা।

অনেক দিন পর শান্তি পাইলাম। প্রথমে তো বিশ্বাসই হইতেছিলো না। সবকিছুই উল্টাইয়া
গেছে। ভারতের জায়গায় বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় ভারত। ১৫৯ রানেই ৯ উইকেট।
এরপর কেন যে শেষ হইতেছিলো না, কি যে অস্থির লাগছিলো। ১৯১ রান, সেটাও বিশাল কিছু
না। তামিম ইকবালের খেলা তো আমার হৃদকম্পন থামায়ে দিচ্ছিল। সে কি মাইর।
ধুন্ধুমার পিটানি। ভারতকে কত অসহায় লাগছিলো। বাঘের বাচ্চার মতোই অর্ধশত করেছে
তামিম। পুরো খেলাতেই ভারত ছিলো অসহায় । তিনজন টিনএজ পোলাপানের (১৭,১৮,১৯) কাছে
এমন ধরা খাবে স্বপ্নেও ভাবেনি।  তবে রান এতো ধীরে নেওয়ায় টেনশনে তো আমাদের মরে
যাওয়ার দশা।

পুরো মাত্রায় প্রফেশনাল খেলা খেলেছে তারা। কি টেমপারামেন্ট, কি বোলিং, কি
ফিল্ডিং, কি ব্যাটিং, সব সেকশনেই তারা অসাধারণ খেলা খেলেছে। এইভাবে চলতে থাকলে
তো শ্রীলঙ্কার বিরুদ্ধেও জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে
যাবে। কোন সন্দেহ নেই।

আহা! কি মজা! বাংলাদেশ! বাংলাদেশ!!!

রুবন


On 3/18/07, Russell John <russell at linux.org.bd> wrote:
>
> I couldn't have been happier than to see Bangladesh beating India on
> the World Cup cricket!  Go Tigers, Go!
>
> "Jitse ke? Bangladesh! Harse ke? India!" :D
>
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
------------------------------------------------------------------------------------------------------------------------
/Syed Ziaul Habib (Roobon), Asstt. Program Officer, The Hunger
Project-Bangladesh,
www.thpbd.org, www.shujan.org, www.local-democracy.org,
www.girlchildforum.org/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20070318/0ed59177/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list