[ Ubuntu-BD ] - Royal Bengal Linux -
DarkLord (:=
animator at ranksitt.com
Tue Apr 17 11:58:48 BST 2007
হে হে
সময় যাই লাগুক শেষ মেষ ফলাফল টা সুন্দর হলেই হয়।
যারা এটি তৈরী করছেন তারা একদম সাধারণ ইউজারদের কথা ভেবে তৈরী করবেন। তাদের
একটি অপারেটিং সিস্টেম তেকে কি চাহিদা,
সাধারনত বেশীর ভাগ কম্পিউটার ইউজার রা কম্পিউটার এ্যানটেটেইনমেন্টের জন্যই বেশি
ব্যবহার করে। যদিও হাইফাই গেমিং এর ক্ষেত্রে লিনাক্স নিরব :)
( কিছু করার ও নেই , যতদিন না গেম পাবলিশারদের মনে হচ্ছে মাইনষে লিনাক্সও
ব্যবহার করে ) ক্রসওভার থাকলেও সেটা ফ্রি না। তবে wine
যেন অবশ্যই থাকে। আর আগে যেই অডিও ভিডিওর কথা বলেছিলাম সেগুলোও যেন থাকে ।
সঙ্গে একটা সিডি বার্নিং এ্যাপলিকেশন ( K3B নামে একটা আছেনা )
প্রোগ্রামিং মাথায় আজ পর্যন্ত ঢোকেনি। তার জায়গায় ঢুকেছে গ্রাফিকস ডিজাইন। :)
এই লিনাক্সটিকে ইউজার দের কাছে আরো সহজ করে তোলার জন্য বাংলায় ইমেজ সহ
ডকুমেন্টেশন দেয়া যেতে পারে HTML এ
সে ক্ষেত্রে সহায়তা করতে পারি।
আর রয়েল বেঙ্গল লিনাক্সের মাসকট কি হবে রয়েল বেঙল টাইগার ?
Jamil Ahmed wrote:
> দুই জন ভাল লিনাক্স হ্যাকার দৈনিক ৮ ঘন্টা সময় দিলে হয়তো ১ মাসে
> পরীক্ষামুলক সংস্করণ বের করা সম্ভব। স্বেচ্ছাসেবী হলে ..... :))
>
>
> On 4/16/07, DarkLord (:= <animator at ranksitt.com> wrote:
>
>> যদি একটি সিডিতে দেওয়ার কথা চিন্তা করা হয় তাহলে এক সিডিতে কত গুলো সফটওয়্যার
>> আটানো যাবে সেটিও ভাববার বিষয়।
>>
>>
>> DarkLord (:= wrote:
>>
>> হ্যা আমিও জানতে চাই এর ফিচার গুলো এবং কোন ডেক্সটপ ম্যানেজার ইউজ করা হচ্ছে?
>>
>> কেডিই থাকলে ভালো এবং অবশ্যই একটা লাইট-ওয়েট ডেক্সটপ ম্যানেজার থাকা উচিৎ । xface না কি একটা আছেনা ড্যাম-স্মল-লিনাক্সে ইউজ করা হয়।
>>
>> আর যেহেতু আমাদের দেশের ব্যবহার কারীরা উইন্ডোজ ব্যবহারে অভ্যস্ত তাই ডেক্সটপ
>> environment টা উইন্ডোজের কাছাকাছি হলে ভালো হয়।
>>
>> যেমন:
>>
>> @ ডেক্সটপে মাই কম্পিউটার (যেখান থেকে ডিস্কড্রাইভ গুলো , রিমুভেবল ড্রাইভ
>> এ্যাক্সেস করা যাবে।)
>>
>> @ ইউজার হোম ফোল্ডারের সর্টকাট ডেক্সটপে My Document হিসেবে।
>>
>>
>> @ *Importent* হার্ডডিস্ক অটোমাউন্টিং অপশন । RBL(Royal Bengal Linux) লোড
>> হবার সাথে সাথে ডিস্কড্রাইভ গুলো মাউন্ট হয়ে যাবে
>> এবং এ্যাক্সেস করার জন্য মাই কম্পিউটারে ড্রাইভ গুলোর আইকন প্রদর্শিত হবে।
>>
>>
>> @ *Importent* সকল রকম কোডেক(অডিও,ভিডিও,mp3......) মিডিয়া ফাইল প্লেইং
>> সুবিধা অন্তত দুটি ভালো মিডিয়া প্লেয়ার (Xine {for all type + DVD playing} ,
>> Mplayer (Bonus Player ) , অডিও প্লেয়ার ( XMMS )
>>
>> আর জায়গা থাকলে টিভি কার্ড দিয়ে টিভি দেখার জন্য এ্যাপলিকেশন ( আমার পছন্দ 'TV
>> Time' তবে রেকর্ডিং এর জন্য ভালো পিভিআর এখন পর্যন্ত পেলাম না। আর Myth TV থেকে
>> ১০০০০ হাত দূরে থাকতে চাই , যেটার জন্য মাইএসকিউএল ডেটাবেজ লাগে :)
>>
>> @ প্রভাত লে আউট তো আছেই , সঙ্গে ইউনিজয় লেআউটটা যেন বাইডিফল্ট ইন্সটল হয়ে থাকে।
>>
>>
>> @ WinModem এব্যাপারের আমি তেমন শিওর না তবে সম্ভব হলে কি উইনমডেম চালানোর
>> জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা যেতে পারে।
>>
>> সেটা করতে পারলে মাইন্ডব্লোইং হবে।
>>
>>
>> @ আর উবুন্টুর জন্য কি nvidea ড্রাইভারের কথা জানি ভাবা হচ্ছিলো। জানিনা এই
>> প্রোপাইটারি ডিসপ্লে ডাইভার কতটুকু প্রয়োজন। তবে প্রয়োজনীয় হলে দেয়া যেতে পারে।
>>
>>
>> @ *Importent* আর শেষে বলতে চাই অন্তত কোন একটি Animated Desktop থাকা উচিৎ XGL বা Beryl.
>> দেখছেনইতো আজকাল সব কিছুতে ৩ডি আর স্পেশাল এ্যাফেক্ট চলে এসেছে Vista(বিষ্ঠা), সুসি ,
>>
>> শুনলাম উবুন্টুতেও নাকি
>> Beryl দেয়ার কথা ভাবা হচ্ছিলো। উবুন্টু ফেসটি ফাউন (ওপেনসোর্স প্রজেক্ট গুলোর নাম এমন অদ্ভুত হয় কেন জানিনা :) )
>> এ তেমন কিছু দিয়েছে নাকি ?
>>
>>
>> ইউজার চুজ করে নেবে। লগইনের সময় অন্যান্য ডেক্সটপ ম্যানেজারের সাথে চুজ করার
>> ব্যবস্থা দেওয়া যায় তাইনা?
>>
>> [Kidding] আর রাসেল ভাই চলেন সুন্দর বনে গিয়া রয়েল বেঙ্গল টাইগারের ছবি তুইলা
>> আনি ( যদি পাওয়া যায় , আর সহি সালামতে ফিরা আসতে পারি। ওইটারে ডিফল্ট ডেক্সটপ
>> ওয়ালপেপার হিসেবে রাখা যাবে। [/Kidding]
>>
>> --
>>
>> Ishtiaque Ahmed (Foisal)
>>
>> http://foisal.wordpress.com
>> My pageflakes :
>> http://www.pageflakes.com/darklord.ashx
>>
>>
--
This message has been scanned for viruses and
dangerous content by MailScanner, and is
believed to be clean.
More information about the ubuntu-bd
mailing list