নববর্ষের শুভেচ্ছা সবাইকে। অামি একটা ছোট সমস্যার কথা বলতে চাই এই মেইলিং লিস্টের ব্যাপারে। এখানে digest mailing এ বাংলা অাসে না। খুব সম্ভবত charset UTF-8 না, digest mode এ। এটা কি কোনোভাবে ঠিক করা যায়। একটা একটা করে মেসেজ খুলে পড়ার চেয়ে, দিনের সব মেসেজ একসাথে পড়তেই অামি বেশী পছন্দ করি। ধন্যবাদ। নাসিম Southampton, UK