বাংলাদেশ লিনাক্স ইউজারস এলায়েন্স এবং উবুন্টু বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। আশা করছি আগামী বছর ঠিক এই দিনে আমাদের স্বপ্নের ডিস্ট্রিবিউসন "রয়্যাল বেঙ্গল লিনাক্স" আপনাদেরকে উপহার দিতে পারব। ১৪১৪ সাল আপনাদের জন্য সুখ ও শান্তি বয়ে আনুক, এই কামনায়, রাসেল